Friday, January 2, 2015


প্রথম যেদিন পটা ব্লেড চালিয়েছিল সেদিনই সে বুঝে গেছিল, কাজটাতে ফ্যাচাং আছে । ক্লাবঘরের ভেতর বলিউড হিরোর চশমা পরা পিঠের জাম্বো ছবির পাশে রাখা আয়নার সামনে থেকে ইঞ্চিতিনেক লম্বা ক্ষুরটা তুলে পটার হাতে দেওয়ার সময় নিতাইদা বেশ দুলকি চালে বলেছিল, পুরো মাখন, বুঝলি ! বুড়োর ঐ একটাই মেয়ে, আর কেউ নেই । দিনদুয়েক ল্যালল্যাল করে মেয়েটার পেছনে ঘুরঘুর করবি । আতাক্যালানে মেয়ে, দেখবি ওতেই ভেবড়ে যাবে । তারপর একদিন খাপ বুঝে অস্তরটা একটু চমকিয়ে দিবি । ব্যাস, তোকে আর কিসসু করতে হবে না, বাকি যা করার সোনা মিত্তির দেখে নেবে ।
এলাকায় সোনা মিত্তির সুপরিচিত এবং খ্যাতিমান – তিনি লোক হিসেবে মালদার, প্রোমোটার হিসেবে দমদার এবং রাজনীতিক হিসেবে উদার । স্বভাবতই, পটা খুব খুশী হয়েছিল – প্রথমত, কেরিয়ারের শুরুতেই এহেন পার্টির বরাত, তার ওপর ডবকা শরীরে অচানক হাত বুলনোর নির্দোষ সুযোগ !
খোঁচড়ের মত


Saturday, November 15, 2014

স্বপ্নসম্ভব

ফটফটে সাদা রাস্তায়
উদভ্রান্ত চলেছি কৌণিক ,
একা ।
চন্দ্রালোকিত রাতে ।


দিগ্বিদিক জ্ঞানশূন্য                                                                         ঝাউগাছ , ঝিনুকের পাশাপাশি
   উদ্বাহু , উলঙ্গ ,                                                                          ছুটছি হাওয়ায় অনির্দেশ ;
      বিবেকের খানাখন্দ পেরিয়ে                                                    চেতনার উচ্ছ্বাস
         ক্ষতবিক্ষত শরীর ;                                                         ঢেউ হয়ে
            চোখের সামনে বিকৃত চোখহীন                                 গুঁড়োগুঁড়ো বাঁধভেঙে অজস্র জোনাকি ,
               ছায়াশব -                                                         ম্যমীর মুখোশ খুলে
                  নিজেরই ছায়ার ভারে অন্তরীণ ,                     শ্মশানের বুক চিরে লঘুপায়ে
                     শয়ে শয়ে লোক শুধু                               জীবনোন্মুখ - 
                        পৃথিবীর ধর্ষণে ব্যস্ত                          মানুষ !
                           অবিরাম ।                                 অন্তর্প্রেমে , আন্তর্প্রেমে দুঃসাহসী ।
                              আড়চোখে দেখে নেয়            অনেকটা স্বাধীনতার মতো ।
                                                          কাপুরুষ !
                              হেসে নিই খুব একচোট -        সে তো পূর্বজন্মের কথা -
                           তারপর ঢালু পথ বেয়ে ,               আজ প্রতিবাদের দিন ,
                        এল-ডোরাডোর খোজে আবার           হোক না সে প্রতিবাদ স্বপ্নজ ,
                     অগ্রসর যান্ত্রিক ভাবলেশহীন ।                মনগড়া হোক, তবু একবার দাঁতে দাঁত চিপে ,
                  রক্তস্নাত শকুনিরা                                       আদিগন্ত প্রেতস্বরে আপামর বলে ওঠে :
               মাথার ওপর চক্রাকারে ;                                    ধর্ষক ! শালা অনেক সয়েছি , আর নয় ! 
            ক্লেদাক্ত পিচ্ছিল পথ                                                 তারপর আসে মেঘ , নামে বৃষ্টি ,
         গোল হয়ে ঘুরে আসে ,                                                    প্রকৃতি মানুষ প্রেত একাকার
      নিষ্ক্রিয় ক্রন্দসী                                                                     ঘুরপাকে ;
   সীমাহীন অপমানে ভাঁজ হয়ে ,                                                     ক্রমাগত মিলে মিশে 
কাটাকুটি এঁকে দেয় ।                                                                       অনিবার কাটাকুটি হয়ে যায় -


ফটফটে সাদা রাস্তায়
কৌণিক চলেছি অনেকে ,
একসাথে ।
চন্দ্রাহত রাতে ।



বাঙ্গালোর 

Sunday, October 19, 2014

As it is

Sometimes, I become darkness,
and the night passes through me
in silent footsteps,
into the densest fabric of sleep,
light as a dream, deep as meaning.

And in it, I am alive.
I become a forest. A home of fireflies.
Intoxicated as a drunkard,
in a leaf I ink myself!
   I have not slept in ages love, let me rest tonight.

Tomorrow, I am again awake -
Not for a snowflake, not to money-make,
but for my own sake!



Sunday, July 20, 2014

Nights before deadline

Nights before deadline,
Not touched my bed,
While visions of essays
Danced in my head.

In my own apartment,
I have been pacing,
For the dreading verdict
I soon would be facing.

I stared at my notes,
But my thoughts were muddy,
My eyes went blur,
I just couldn't study.

When all of a sudden,
A thought came out of the chest,
Happy writing to me,
But now I need some rest.


Bangalore

Saturday, May 3, 2014

প্রবাসে রামধনু


দুটো যমজ নীল-সবুজ-কমলা রামধনু দেখছিল অনেকে মিলে |
বহুতল কর্পরেট অফিসের "উইন্ডো ব্লাইন্ড" সরিয়ে দিয়ে
ছবিও তুলল কেউ কেউ,
আমিও দেখছিলাম, আর খুজছিলাম অর্ধবৃত্তের অন্য প্রান্তটা -
খুঁজে পেলাম না |

এখানে সমকামিতার রং রামধনু !
ঠিক বুঝতে পারি না;
ধূ-ধূ বরফ প্রান্তর শেষে জ্যোত্স্নামাখা বিরাট হাওয়াকল
ঠায় দাঁড়িয়ে থাকে কুইক্সোটের অপেক্ষায় -
এখানে চারিদিক শূণ্য |

আর ওখানে একটা বাচ্চা ছেলে,
হাফ প্যান্ট, চপ্পল, ঘামে ভিজে জবজবে,
ছুটে চলে কাদা মেখে লক্ষ্যহীন -
বিশ্রী কালো মেঘ তাড়াবে রামধনুর গা থেকে,
আকাশে ঢিল ছোড়ে |

স্কাইপে মুখ, এসেছি বহুদূর
হলদে ডিম আর বর্ণহীন রাত জাগায়,
গোপন ইচ্ছে ক্যানসার হয়ে বাসা বাধে |
উত্কেন্দ্রিক উদগ্রীবতায়, এই প্রবাসে
রামধনুর অন্য প্রান্ত আজো খুঁজে চলেছি -
ডেনমার্ক  

Saturday, December 28, 2013

তিন-ফালি তামাশা

(তোমার) ধুমসী কোমর
ঘুমসি নাচায়
ধামসা মাদল |

চিমসে আমি
পাংশু হেসে
হিংসে করি |

শংসা পত্র
মাংস দোকান
জলসা ঘরে !


ভাইজাগ

Thursday, December 26, 2013

১২টা থেকে ৪টে

আত্মহননের আগে
শরীরের ভেতর আরেকটা শরীর
থপথপ করে হেঁটে যাচ্ছে, অসংখ্য সরীসৃপ  কিলবিল -
লোহার শিরস্ত্রাণ মাথার চারিপাশে ছোট, আরো ছোট হয়ে আসে ।
জামাকাপড়, চামড়া, মাংস খুলে রেখে নগ্ন হয়ে শুয়ে থাকি অস্থিসার,
অন্ধকার বেরিয়েছে আজ আলোর শিকারে !
আত্মরতিময় কালযাপন উদগ্রীব হয়ে রাতের প্রহর গোণে,
আকাঙ্ক্ষার মৃত্যু পরিনত হয় মৃত্যুর আকাঙ্ক্ষায় - ঘাতক তার পদক্ষেপ, চুপিচুপি অভিসার ।
ছত্রাকের মত গজিয়ে ওঠা স্বপ্নেরা ছড়ানো-ছিটোনো,
বুকের সামনে-পেছনে, বৃষ্টিহীন থম-ধরা মেঘের মত ।
আজ কালকূট, কিংবা গিলোটিনের দিন ।

আত্মগ্লানির পর 
দেয়ালের আবছায়ে সারি সারি অশরীরী মুখ - অপসৃয়মাণ, তবু প্রকট হতে প্রকটতর ।
দুলছে, ঝুলছে, কাছে আসছে, দূরে চলে যাচ্ছে আবার !
- কী বলতে চায়  ওরা?
পথের ধারে ঠায় বসে থেকে ধূলোমাখা যে কালো বুড়োটা একমনে
মাছধরা জাল বুনছিল, হঠাৎ চোখ তুলে বলে, "আজ এলে? কতদিন থাকবে?"
"শিল কাটাও" দুপুরে বুনো আনারসের গন্ধমাখা বাতাস,
মাদুর-বিছোনো একশরীর কৃষ্ণচূড়া কোলে করে, কী বলতে চায়?
কিছু মুখ বহুচেনা, পুরনো, ভাঙাচোরা, কিছু বা একেবারে অচেনা...
মলাট দেয়া নতুন কিশলয়, কালবৈশাখী ঝড়ে ভেঙে পড়া আস্ত সুপুরিগাছ,
প্রতিমার আধতৈরী কাঠামো, ঝোপঝাড়, আনাচ-কানাচ, 
উদাসী রাজকুমার, সবুজ দাড়ি, ষোড়শ জনপদ -
কী নেই সেখানে !
ভোর হয়ে আসে - হিসেবগুলো নতুন করে করতে হবে আবার ।
আপাতত একটা খুনের কবিতা লিখি -


বেঙ্গালুরু